ঢাবির আধিপত্যের অভিযোগে নতুন ছাত্রসংগঠন থেকে ২ রাবি শিক্ষার্থীর পদত্যাগ

|

ছবি: সংগৃহীত।

নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক। কমিটিতে ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজেদের ফেসবুকে আলাদাভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা।  

ওই দুজন হলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্যসচিব সালাহউদ্দিন আম্মার। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

এর আগে, গত বুধবার আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং দফতর সম্পাদক জাহিদ আহসানকে সদস্যসচিব করে প্রাথমিকভাবে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। এতে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মেহেদী সজীব এবং ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে সালাহউদ্দিন আম্মারের নাম ঘোষণা করেন তিনি। 

কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দুই সমন্বয়ক।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply