ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

|

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রুপ খোলাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলছিল। সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খোলাকে কেন্দ্র করে প্রথম ও সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৫জন শিক্ষার্থী আহত হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অংশ নেয়া শিক্ষার্থীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে এমন সিদ্ধান্ত নেয়া হয় শিক্ষার্থী ও শিক্ষকদের আলোচনা সভাতেই।

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সংঘর্ষের সময় আমরা শিক্ষকরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করি। পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে আগামী শনিবারের মধ্যে উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত হয়।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply