গাড়িবহরে হামলা ও সহিংসতার ঘটনায় কমিশন বিব্রত: সিইসি

|

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনী গণসংযোগের সময় প্রার্থীদের গাড়ি বহরে হামলা এবং সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন বিব্রত।

আজ বুধবার সাকালে নির্বাচন কমিশনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনের মুহুর্তে এ ধরণের ঘটনা কোনভাবেই কাম্য নয়। এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে ধর্য্য ও সহনশীলতা প্রদর্শনেরও আহ্বান জানান।

এছাড়া সুষ্ঠ নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। সিইসি ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির বিষয়টি নিশ্চিত করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply