বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি সূত্র।
বিএনপির এই নেতাকে রাজধানীর শেরে বাংলা থানায় নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনী।
দুলু একাদশ জাতীয় নির্বাচনে নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী। নিম্ন আদালতে দণ্ডিত হওয়ায় তার প্রার্থিতা নিয়ে জঠিলতা তৈরি হয়েছে। আজ এ বিষয়ে উচ্চ আদালতের আদেশে দেয়ার কথা রয়েছে।
Leave a reply