যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রাইট টু ফ্রিডমের প্রতিনিধি উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানি লুইস ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আজ বুধবার (৫ মার্চ)। এ সময় তারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন।
এর মধ্যে উইলিয়াম বি মাইলাম নব্বইয়ের দশকের শুরুতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
সাক্ষাতের পরে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা বিচার প্রক্রিয়ার অগ্রগতি বা সমস্যা আছে কি না, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাদের পক্ষে যতটা সম্ভব মানবতাবিরোধী অপরাধের বিচারে সহায়তা দিতে চান বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, তারা (মার্কিন প্রতিনিধিরা) বলেছেন ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত হোক। যেসব মানবতাবিরোধী অপরাধ হয়েছে তার সঠিক বিচারের মাধ্যমে ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয়।
ন্যায়বিচার জটিল ও কঠিন প্রক্রিয়া উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসলে বা তাড়াহুড়ো করে বিচার করে কোনো ত্রুটি করলে প্রতিপক্ষ এর সুযোগ নেবে। ন্যায়বিচার পরাভূত হতে পারে। আমাদের সবকিছু দেখতে হয়। জনগণ বিচার চাইবে দ্রুত। আমরা চাইবো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হওয়া। যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়া। বাইরের কারও কথায় আমরা প্রভাবিত হচ্ছি না।
/এমএন
Leave a reply