শেষ পর্যন্ত কি ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট? মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কির চিঠি লেখার পর থেকেই আলোচিত হচ্ছে ইস্যুটি। ট্রাম্প কিয়েভকে সব ধরণের সহায়তা বন্ধের ঘোষণা দেয়ার পরই তাকে এই চিঠি লেখেন জেলেনস্কি। যেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রস্তাব করেছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতেও রাজি ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে লাইভ সম্প্রচারিত বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে চরম অপমান করেন ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এক পর্যায়ে ওভাল অফিস থেকে বেরিয়ে যান জেলেনস্কি।
এ ঘটনার পরই ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপরেই ট্রাম্পকে চিঠি পাঠান জেলেনস্কি। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রকাশিত ছয়টি আলাদা প্যারার দীর্ঘ সেই পোস্টে আসলে কী বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট?
দীর্ঘ চিঠিতে জেলেনস্কি একাধিকবার উল্লেখ করেছেন ট্রাম্পের সহায়তায় কৃতজ্ঞ তিনি। বৈঠকে হওয়া বিবাদকে দুঃখজনক আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, এটাই সময় সবকিছু ঠিকঠাক করার।
কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজস্ব এক শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন ভোলদেমির জেলেনস্কি। এই ইস্যুতে কয়েকটি ধাপের রূপরেখাও তুলে ধরেন সেখানে। শুরুতেই আছে যুদ্ধ বন্দিদের মুক্তি দেয়ার কথা। এরপর আছে, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় মিসাইল, দূরপাল্লার ড্রোন ও বোমা হামলা বন্ধ, সাগর অঞ্চলেও যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন জেলেনস্কি। রাশিয়া এসব বিষয়ে রাজি হলে খুব দ্রুত কাজ করতে চান চূড়ান্ত চুক্তির জন্য। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতেও ইউক্রেন প্রস্তুত বলে জানান তিনি।
I would like to reiterate Ukraine’s commitment to peace.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 4, 2025
None of us wants an endless war. Ukraine is ready to come to the negotiating table as soon as possible to bring lasting peace closer. Nobody wants peace more than Ukrainians. My team and I stand ready to work under…
এদিকে, ট্রাম্পের উদ্দেশ্যে জেলেনস্কির এই চিঠিকে কেন্দ্র করে চলছে তোলপাড়। বিশ্লেষকরা বলছেন মার্কিন সহায়তা বন্ধ হওয়ায় চরম বিপদে পরেছেন জেলেনস্কি। বাধ্য হয়ে এক প্রকার নতি স্বীকার করেই ট্রাম্পের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষক কেইর গিলিস বলেন, জেলেনস্কির এই বিনয় এবং আনুগত্য ট্রাম্প ও তার সমর্থকদের সন্তুষ্ট করার জন্য। যুদ্ধের বাস্তবতা নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে কথা বলার সময়ই তাদের বিরোধ হয়। কিন্তু জেলেনস্কির নতুন চিঠিতে আনুগত্য ছাড়া আর কিছুই নেই।
জেলেনস্কির চিঠিকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, জেলেনস্কির চিঠি পেয়েছেন তিনি। সেই সাথে উল্লেখ করেন, শান্তি আলোচনায় মস্কো থেকেও দেয়া হয়েছে সিগন্যাল। যদিও যুদ্ধ বন্ধের পরিকল্পনা খোলাসা করেননি ট্রাম্প।
/এমএইচআর
Leave a reply