গোলাম মাওলা র‌নির বিরুদ্ধে ঝাড়ু মি‌ছিল

|

‌পটুয়াখালী প্র‌তি‌নিধি

পটুয়াখালীর গলা‌চিপা উপজেলায় বিএন‌পির প্রার্থী গোলাম মাওলা র‌নির বিরুদ্ধে বিক্ষুব্ধ নাগ‌রিক সমাজের ব্যানারে ঝাড়ু মি‌ছিল হয়েছে। বিকেল সাড়ে চারটায় পৌরমঞ্চ থেকে মি‌ছিল শুরু হয়ে সদর রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

উল্লেখ্যে, ২০০৮ সনে গোলাম মাওলা র‌নি নৌকা প্র‌তীক নিয়ে পটুয়াখালী-৩ (গলা‌চিপা-দশ‌মিনা) আসনে সংসদ সদস্য নির্বা‌চিত হয়েছিলেন। এবার নৌকা প্র‌তীক না পেয়ে বিএন‌পিতে যোগ দিয়ে ধানের শীষ প্র‌তীক নিয়ে নির্বাচন করছেন। তিনি আজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

গত ২৬ নভেম্বর সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। যোগ দেয়ার পর রনি বলেন, “স্বজ্ঞানে স্বশরীরে আমি বিএনপিতে যোগদান করলাম। স্বজ্ঞানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে সারাদেশের মানুষের সেবা করবো।”

হলফনামায় সই না থাকায় ২রা ডিসেম্বর গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে কমিশনে আপিল করলে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply