তথ্য কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব

|

তথ্য অধিকার আইনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন নিশ্চিত করতে তথ্য কমিশনকে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছে তথ্য অধিকার ফোরাম। একইসঙ্গে, তথ্য অধিকার আইনের বেশ কিছু ধারায় সংশোধনের প্রস্তাব দিয়েছে ফোরাম।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর ধানমন্ডির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মিলনায়তনে তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনী বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেয় সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ছয় মাস ধরে দেশে তথ্য কমিশন কার্যকর নেই। এটা বিশ্বের মাঝে বিরল ও দেশের জন্য বিব্রতকর। এর দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায়।

এসময় তথ্য অধিকার আইনে রাজনৈতিক দলগুলোকেও যুক্ত করার প্রস্তাব দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকেও তথ্য অধিকার আইনের অধীনে আনা প্রয়োজন। রাজনৈতিক দলের স্বচ্ছতা ও জবাবদিহিতা খুব জরুরি। রাজনৈতিক দল যদি স্বচ্ছ ও জবাবদিহি না হয়, তাহলে অতীতে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি ঘটতে পারে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply