সিনিয়র করেসপনডেন্ট, রংপুর ব্যুরো
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা তিন মামলায় গ্রেফতার নীলফামারী-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে জিজ্জাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রংপুর মেট্রোপলিটন আমলী আদালত-১ এর বিচারক শোয়েবুর রহমান এই আদেশ দেন।
এর আগে, তাকে হেলমেট ও হাতকড়া পড়িয়ে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান। জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। বিচারক শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রংপুর মেট্রোপলিটন আদালত-১ এর ইন্সপেক্টর শাহিনুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড দিয়েছেন। এ ছাড়াও আইন মেনে তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনা দেয়া হয়েছে।
লিগ্যাল এইডের আইনজীবি ইতফা আরা বেগম জানান, যে তিনটি মামলা তার বিরুদ্ধে দেয়া হয়েছে। কোনটির সাথেই তিনি জড়িত নন। বয়স বিবেচনায় তার জন্য জামিন দেয়ার আবেদন করা হয়েছিল। আদালত শুনানী শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, বুধবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুরের সেনপাড়ার গুড় মজিবরের এ্যাপার্টমেন্টের মৌসুমি নামের এক ব্যক্তির ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই ফ্লাটটি ৪ মাস আগে ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন তিনি।
/এএস
Leave a reply