যারা হ্যারাসমেন্টে উৎসাহ দিলেন, তাদের কাজের খেসারত মুসলমানদের দিতে হবে: ঢাবি শিবির সেক্রেটারি

|

হ্যারাসারকে ফুল দিয়ে বরণ করে, বীর হিসেবে উপস্থাপন করে যারা এমন হ্যারাসমেন্টে উৎসাহ দিলেন, তাদের কাজের খেসারত এই অঞ্চলের মুসলমানদের দিতে হবে সামনে— এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন খান। তিনি বলেন, একজন হ্যারাসারকে যখন মুসলমানরাই ইসলামের সিম্বল বানিয়ে ফেলে, সেটা ইসলামের জন্য অপমানজনক।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এসব মন্তব্য করেন।

এর আগে,  রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় গ্রেফতার হওয়া ওই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সহকারী বুক বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় জামিনের এ আদেশ দেন। এ ছাড়া এ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply