নাটোরে বাড়ির সামনে ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে মোজাহার হোসেন নামে এক ইউপি সদস্যকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। তবে তাদের ছোড়া কোন গুলি না লাগায় ওই ইউপি সদস্য প্রাণে বেঁচে গেছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

মোজাহার হোসেন ওই গ্রামের মৃত বাহাউদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে ইউপি সদস্য মোজাহার হোসেন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলেন। এসময় দুইটি মোটরসাইকেলে কয়েকজন যুবক আগ্নেয়াস্ত্র হাতে তাকে টার্গেট করেছিল। বিষয়টি তিনি দেখতে পেয়ে তার মোটরসাইকেল ফেলে চিৎকার করে শুয়ে পড়েন। এসময় দুর্বৃত্তরা এলোপাথাড়ি কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।

পরে ওই ইউপি সদস্যের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলটি জব্দ করে গ্রামবাসী।

এবিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply