চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা

|

আগামী ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মেগা ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে ভারতের মোকাবিলা করবে নিউজিল্যান্ড। ফাইনালের দু’দিন আগেই অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল— আইসিসি। সেমিফাইনালের মতো শিরোপা নির্ধারণী শেষ লড়াইয়েও নেই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের নাম।

ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দ্বায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংউর্থ ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। সেমির লড়াইয়েও আম্পায়ার হিসেবে দেখা গেছে এ’দুজনকে।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন ইলিংউর্থ। অপরদিকে, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ে অনফিল্ড আম্পায়ার ছিলেন পল রাইফেল।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংউর্থ।

উল্লেখ্য, ফাইনালের তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন উইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারির দায়িত্বে আরেক লঙ্কান রঞ্জন মাধুগালে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply