স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
২২ বছর পর মো. ফিরোজ হাওলাদার নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৭ মার্চ) সকালে সূর্যমনি এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়।
২০০৩ সালের বাউফল থানার ধারা-১৪৯/৩০৭/৩২৬ পেনাল কোডে অভিযুক্ত ছিলেন ফিরোজ। যার জিআর নং ২৯৪/০৩।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা জানান, ২০০৩ সালে জমি সংক্রান্ত বিষয়ে দাঙ্গা সৃষ্টি করে ভিকটিমকে পিটিয়ে ও এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম ও মারাত্মকভাবে পায়ের রগ কেটে দেয়। ভিকটিম গুরুতর জখম প্রাপ্ত হলে ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে পটুয়াখালীর বাউফল থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে অন্যান্য আসামি ধরা পরলেও ফিরোজ হাওলাদার প্রায় ২২ বছর পলাতক ছিল। আসামি পলাতক অবস্থায় দায়রা জজ আদালত কর্তৃক ২০০৭ সালে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০০০/-(পাঁচ হাজর) টাকা জরিমানায় দণ্ডিত হন এবং আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।
/এমএইচ
Leave a reply