ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শুক্রবার (৭ মার্চ) ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ডা. নজরুল হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ডা. নজরুল হোসেন বলেন, রোগীর ব্ল্যাড প্রেসার নিয়ন্ত্রণে আছে। রক্ত দেওয়ার পর প্ল্যাটিলেট কাউন্ট এক লাখের বেশি পাওয়া গেছে। হৃদ্যন্ত্র ঠিকঠাক কাজ করলেও মস্তিষ্কের অবস্থা গতরাতের তুলনায় কিছুটা অবনতি হয়েছে। সেখান থেকে প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না। মস্তিষ্কের অবস্থার কিছুটা উন্নতি হলে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু করা যাবে বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তারপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করেন তার স্বজনরা।
২০০৯ সালে আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।
/এসআইএন
Leave a reply