ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হওয়া চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। রোববার (৯ মার্চ) সকাল থেকে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে বলে জানা গেছে।
রেলওয়ে কতৃপক্ষ জানায়, শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতির জন্য এক নম্বর লাইন দিয়ে প্রবেশ করছিল ট্রেনটি। হঠাৎ বিকট শব্দে ‘ঝ’ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
এতে যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে কেউ হতাহত হয়নি।
কতৃপক্ষ আরও জানায়, অন্য লাইনগুলো দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত বগি টেনে তোলার পর প্রায় নয় ঘণ্টা পর নির্ধারিত গন্তব্যের দিকে ছেড়ে গেছে ট্রেনটি।
/এমএইচ
Leave a reply