প্রতীকী ছবি
নরসিংদী করেসপনডেন্ট:
নরসিংদীতে গর্ভবতী এক নারীকে তিনদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৮ মার্চ) রাতে মাধবদী থানায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেন।
এদিকে মামলার পর ইকবাল নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানায় পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী নারীর স্বামী কারাগারে রয়েছেন। গত ১৯ ফেব্রুয়ারি তার স্বামীর জামিনের ব্যাপারে সহায়তার আশ্বাস দিয়ে ইকবাল হোসেন তাকে পাঁচদোনা এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে মার্কেটের একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করে ইকবাল। পরে চেতনানাশক ওষুধ খাইয়ে পাপ্পু নামে একজনসহ ও অজ্ঞাত আরও কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। তিনদিন পর্যন্ত সেখানে আটকে রেখে ভুক্তভোগী নারীকে নির্যাতন করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়।
/আরএইচ
Leave a reply