জামালপুর করেস্পন্ডেন্ট:
ধর্ষণ মামলার আসামির বয়স কমানো নিয়ে জামালপুরে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে আদালত চত্বরে মানববন্ধন করে জেলা আইনজীবী সমিতি। অপরদিকে, বেলা ১২ টায় আশেক মাহমুদ কলেজে মুখে কালো পতাকা বেঁধে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
আইনজীবী সমিতির নেতারা বলেন, গতকাল দুপুরে ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আদালতে এসে আইনজীবীদের উপর হামলা করে। এতে আহত হন বেশ কয়েকজন আইনজীবী। কয়েকজন ছাত্রের অযৌক্তিক দাবি মেনে না নেয়ায় এই হামলা হয়েছে বলে দাবি আইনজীবীদের। অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
অপরদিকে শিক্ষার্থীরা বলেন, গতকাল এক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামির জন্ম নিবন্ধন জালিয়াতি করে বয়স কমানোর বিষয়ে আইনজীবীদের সাথে কথা বলতে গেলে, তাদের উপর হামলা করে আইনজীবীরা। এসময় ২৪ ঘণ্টার মধ্যে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি করেন বক্তারা। এছাড়া আদালত প্রাঙ্গণে হামলার দায় স্বীকার করে নারী ও শিশু বিষয়ক পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট সকলকে ছাত্র-জনতার কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান তারা।
তবে আদালত চত্বরে সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
/এএইচএম
Leave a reply