বিমানবন্দরে হজের মোয়াল্লেমকে তল্লাশি, অর্ধকোটি টাকার স্বর্ণ উদ্ধার

|

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি করে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল (জনসংযোগ) বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম তাকে তল্লাশি করে।

আটক ব্যক্তির নাম শাহিন আল মামুন। রাঙ্গামাটির বাসিন্দা ওই ব্যক্তি ওমরা হজের মোয়াল্লেম। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর বিজি-১৩৬ ফ্লাইটযোগে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

তল্লাশিতে তার হাত ব্যাগ ও প্যান্টের পকেট থেকে ৪০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকার বেশি। উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply