আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কিনো পাইলটু থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাগ চলচ্চিত্র উৎসব ২০২৫। যেখানে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে ‘নট আ ফিকশন’। এর মধ্যদিয়ে সিনেমাটির ইউরোপিয়ান প্রিমিয়ার হবে। আগে এটি অস্কার এবং কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ডস কোয়ালিফাইং উৎসবেও অংশগ্রহণ করে। সিনেমাটির প্রযোজক, পরিচালক এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু।
উৎসবটির বিশেষ বিভাগ ‘ভয়েসেস অব ডিসট্যান্ট ল্যান্ডস’-এ সারাবিশ্ব থেকে ৫টি মনোনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাংলাদেশি এই সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি মূলত একটি ঐতিহাসিক দলিল, যা গত দুই যুগে বাংলাদেশে ঘটে যাওয়া অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা তুলে ধরেছে।
এরইমধ্যেই আমেরিকা, কানাডা এবং লেবাননের বড় বড় উৎসবে প্রশংসা কুড়িয়ে আসা ‘নট আ ফিকশন’ প্রাগের সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অন্যতম দাবিদার হয়ে উঠেছে। চেক প্রজাতন্ত্রসহ ইউরোপের নানা গণমাধ্যমে এই উৎসবকেন্দ্রিক খবরগুলোতেও তারা বাংলাদেশের নাম গুরুত্বের সাথে প্রচার করছে।
কিন্তু এই পুরস্কারের জন্য ‘নট আ ফিকশন’কে লড়তে হবে ২০২৫ সালে অস্কারজয়ী সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এর সঙ্গে।
দুই সিনেমার মধ্যে পার্থক্য হল একটিতে উঠে এসেছে স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রের নির্মম বাস্তবতা; আরেকটি প্রযুক্তি দুনিয়ার তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক বিশ্লেষণ। ‘নট আ ফিকশন’ যেখানে বাস্তব জীবনের তীব্র সত্য তুলে ধরে, ‘আই অ্যাম নট অ্যা রোবট’ সেখানে প্রযুক্তিনির্ভর সমাজের হতাশা আর বিভ্রান্তিকে ব্যঙ্গাত্মকভাবে দেখায়। দুটি সিনেমা ভিন্ন ঘরানার হলেও নির্মাণশৈলী এবং গল্পের জোরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইউরোপের এই বিশ্বমঞ্চে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য সেরা চলচ্চিত্র বিভাগে ৭৫ হাজার চেক ক্রোনা (প্রায় ৩,০০০ ইউরো) এবং সেরা চিত্রনাট্যের জন্য ১ লাখ চেক ক্রোনা (প্রায় ৪,০০০ ইউরো) পুরস্কার ঘোষণা করা হয়েছে।
নির্মাতা সিজুর সঙ্গে নট আ ফিকশনের সহ-প্রযোজক হিসেবে কাজ করছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি এবং লাইলি বেগম। সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ এবং মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্বরণ এবং সৈয়দ তামুর হাসান। ছবিটির নির্বাহী প্রযোজনায় ছিলেন মো. আসিফ, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ ও রনি সাজ্জাদ, কালার করেছেন রাশাদুজ্জামান সোহাগ, সম্পাদনায় ছিলেন লিওন রোজারিও এবং তানভীর আহমেদ রনি। এছাড়াও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছে মো. আমান খান এবং আল আমিন সুমন।
/এএইচএম
Leave a reply