২২তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ফোরামের ইফতার ও দোয়া মাহফিল গতকাল বুধবার (১২ মার্চ) রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজন করা হয়।
ফোরামের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাফিজুল্লাহ্ খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ, সরকারের অবসরপ্রাপ্ত সচিব এম এ খালেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি শামসুল ইসলাম মেহেদী, ফোরামের সহসভাপতি পুলিশের অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন শামীম, ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের পরিচালক ডা. আয়শা আক্তার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন), সহযোগী অধ্যাপক মো. শাহজাহান, বিটিআরসির মহাপরিচালক এস ওয়াজেদ আলী, ফোরামের যুগ্মসম্পাদক ও তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ গোলাম আজম, ফোরামের কোষাধ্যক্ষ ও কাস্টমসের কমিশনার মোহাম্মদ আবু ওবায়দাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পুলিশ কমিশনার, সিএমপি আশফিকুজ্জামান আকতার।
/এএম
Leave a reply