ভারতে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আনতে জিও-স্পেসএক্স চুক্তি

|

ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করতে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে চুক্তি সই করেছে মুকেশ আম্বানির মালিকানাধীন জিও প্ল্যাটফর্ম। স্থানীয় সময় বুধবার (১২ মার্চ) জিও আনুষ্ঠানিকভাবে এ চুক্তির ঘোষণা দেয়। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মূলত স্পেসএক্সের স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে। যা দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও ইন্টারনেট কার্যকরভাবে কাজ করে। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে এই পরিষেবা চালুর বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। 

জিও’র বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তির আওতায় তারা স্টারলিংকের যন্ত্রাংশ খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে বিক্রির প্রস্তাব দিয়েছে। এছাড়া গ্রাহকদের স্টারলিংক সংযোগ প্রদান ও রক্ষণাবেক্ষণে সহযোগিতার পরিকল্পনাও রয়েছে।

তবে ভারতের বাজারে স্টারলিংক পরিষেবা বিক্রির জন্য স্পেসএক্সকে সরকারের অনুমোদন পেতে হবে। গত মাসে জানা গিয়েছিল, স্পেসএক্সের স্টারলিংক ব্যবসার নিবন্ধন প্রাথমিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply