ফরিদপুর (বোয়ালমারী) করেসপনডেন্ট:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় বাকিয়ার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) শুক্রবার সকালে উপজেলার মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের কানখড়দী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাকিয়ার মল্লিক (৬৫) উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দী গ্রামের মৃত হানিফ মল্লিকের ছেলে। এ ঘটনায় জালাল মিয়া (৬৭) নামের অপর এক বৃদ্ধ আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ফজর নামাজ শেষে বাকিয়ার মল্লিক ও জালাল মিয়া মসজিদ থেকে ফিরছিলেন। পথিমধ্যে মাঝকান্দী -ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাকিয়ার মল্লিক মারা যান। পরে আহত জালাল মিয়াকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/আরএইচ
Leave a reply