সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে ২ লাখ ৪৮ হাজার ৫শ’ ৯৫ শিশুকে ‘ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ক্যাম্পেইন। শনিবার (১৫ মার্চ) সকাল ১০ টার দিকে সদর হাসপাতালের নতুন ভবনের অডিটোরিয়ামে ‘ভিটামিন-এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ মুক্তাদির আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুল আজিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
নাটোরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ মুক্তাদির আরেফীন জানান, নাটোর জেলার ৭টি উপজেলায় দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ‘ভিটামিন-এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার মোট এক হাজার ৩শ’ ৮৮টি কেন্দ্রে ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেল্থ প্রোভাইডার, ২৩৩ জন পরিবার কল্যাণ সহকারী ও ২ হাজার ৭৭৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই কর্মসুচি বাস্তবায়ন করা হবে।
/এআই
Leave a reply