নোয়াখালী করেসপনডেন্ট:
নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তির নাম, মো. দিদার উদ্দিন (৩৫)। তিনি উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
র্যাব জানায়, তাসলিমা বেগমের (২৫) সাথে দিদারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে দিদার তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করতে থাকে। এজন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে বিদেশে যাওয়ার কথা বলে তাসলিমার পরিবার থেকে কয়েকধাপে টাকা নেয় সে।
র্যাব আরও জানায়, গত ৪ ফেব্রুয়ারি দিলদার পুনরায় তার স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এ সময় যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে দিদারসহ পরিবারের কয়েকজন সদস্য তাসলিমাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থার জন্য আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
/আরএইচ
Leave a reply