ক্রিকেটের সঙ্গে চলচ্চিত্রের যোগ নতুন নয়। এর আগে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে রূপালি পর্দায় দেখা গিয়েছে। বলিউড সিনেমা বা হিন্দির পাশাপাশি মারাঠি বা অন্য কোনও আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট তারকাদের। এবার সেই তালিকায় আরও একটি নাম সংযোজন হতে চলেছে। তবে এই ঘটনা অভিনব, কারণ তিনি ভারতীয় নন, করছেন না হিন্দি ছবিও। তিনি ডেভিড ওয়ার্নার। তেলেগু সিনেমায় অভিষেক হতে চলেছে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের।
শনিবার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রূপালি পর্দায় অভিষেক হওয়ার বার্তা দেন ওয়ার্নার। সিনেমাটির নাম ‘রবিনহুড’। ফার্স্ট লুক পোস্টারও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি’।
অপরদিকে, অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম’।
Indian Cinema, here I come 😎
— David Warner (@davidwarner31) March 15, 2025
Excited to be a part of #Robinhood. Thoroughly enjoyed shooting for this one.
GRAND RELEASE WORLDWIDE ON MARCH 28th.@actor_nithiin @sreeleela14 @VenkyKudumula @gvprakash @MythriOfficial @SonyMusicSouth pic.twitter.com/eLFY8g0Trs
সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী তারকা নিথিন এবং শ্রীলিলা। দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে ছোট্ট ক্যামিও, যার জন্য তিনি প্রতিদিন নেবেন এক কোটি রুপি।

উল্লেখ্য, তেলেগু ভাষাভাষীর সঙ্গে ওয়ার্নারের সম্পর্কটা অনেক আগে থেকে। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে সাত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। তেলেগু ভাষার রাজ্য হায়দরাবাদের একমাত্র আইপিএল শিরোপাো এসেছে ওয়ার্নারের হাত ধরে। এমনকি টিকটকেও তেলেগুসহ একাধিক ভারতীয় ভাষার জনপ্রিয় বিভিন্ন গানের চুম্বক অংশ দিয়ে রিল ভিডিও প্রকাশ করতে দেখা গেছে তাকে।
/এমএইচআর
Leave a reply