রমজান মাসে মসজিদ ও মাদ্রাসায় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে আরএফএল ওয়াটার পাম্প নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘স্বস্তির প্রার্থনা’। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশের মসজিদ মাদরাসাগুলোতে বিনামূল্যে পাম্প সার্ভিস প্রদান করবে প্রতিষ্ঠানটি।
রমজান মাসে পানির চাহিদা বৃদ্ধি পায়, আর তাই স্বস্তিতে প্রার্থনার উদ্দেশ্যে আরএফএল ওয়াটার পাম্প প্রতিটি ইবাদতকারীকে নিশ্চিন্ত রাখতে চায়।
ফ্রি সার্ভিস পেতে কল করুন টোল-ফ্রি নম্বর, ০৮০০-৭৭৭৭৭৭৭ অথবা ইনবক্স করুন আরএফএল ওয়াটার পাম্প এর অফিসিয়াল ফেসবুক পেজে।
/এএস
Leave a reply