অলিম্পিক স্বর্ণপদকে চোখ ভিরাট কোহলির!

|

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় বলেছিলেন ভিরাট কোহলি। তবে সেই অবসর ভেঙে এই ফরম্যাটে আবারও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে তাকে। এজন্য ভিরাট জুড়ে দিয়েছেন একটি শর্ত। কী সেই শর্ত? সেটি হলো অলিম্পিক ফাইনাল।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত যদি ফাইনালে উঠতে পারে, তাহলে সেই একটি ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারেন তিনি। শনিবার (১৫ মার্চ) এক অনুষ্ঠানে হাজির হয়ে কোহলি বলেন, যদি ভারত ২০২৮ অলিম্পিকের ফাইনালে উঠতে পারে, তাহলে হয়তো আমি একটা ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারি। অলিম্পিকের পদক গলায় ঝোলালে দারুণ একটা ব্যাপার হবে।

তিনি আরও বলেন, অলিম্পিকের অংশ হওয়া ক্রিকেটের এবং ভারতের পক্ষে খুব ভালো ব্যাপার। পদক নিয়ে ফিরতে পারলে খুব ভালো হবে। আইপিএলের অনেক ভূমিকা রয়েছে এতে। এখন আমরা অলিম্পিকেও খেলতে পারব। কিছু উঠতি ক্রিকেটারের কাছে এটা দারুণ সুযোগ।

প্রসঙ্গত, ১২৮ বছর পর ২০২৮ সালে অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সেটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যোগ্যতা অর্জন কীভাবে হবে তা এখনও ঠিক হয়নি। সবশেষ ১৯০০ সালের অলিম্পিকে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচ জিতে স্বর্ণপদক জিতেছিল গ্রেট ব্রিটেন ও রৌপ্যপদক পায় ফ্রান্স।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply