দুমকি যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে দল থেকে ব‌হিষ্কার

|

স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:

পটুয়াখালীর আলো‌চিত দুমকি উপজেলা যুবদলের সদস্য-সচিব রিপন শরীফকে অবশেষে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় যুবদলের সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় দুমকী উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসময় বহিষ্কৃত এ নেতার সাথে কোন সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

একই সাথে বলা হয়েছে, বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের অপকর্মের কোন দায়দায়িত্ব দল গ্রহণ করবে না। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগষ্টের পর পায়রা সেতুর (লেবুখালী সেতু) টোলপ্লাজা সংলগ্ন পাগলার মোড়ের ষ্টান্ড দখল করে যাত্রীবা‌হি বাস, অটো ই‌জি বাইট, ভাড়ায় চা‌লিত মোটরসাইকেল থেকে বেপরোয়া চাদাবা‌জির অ‌ভিযোগ ওঠে। এছাড়া অনে‌্যর বাড়ী জ‌মি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জ‌ড়িত থাকার অ‌ভিযোগে বাংলাদেশ সেনাবা‌হিনী পটুয়াখালী ক‌্যা‌ম্পের সদস‌্যরা সম্প্রতি রিপন শরীফের বাড়ীতে অ‌ভিযান চালায়। এসময় টের পেয়ে ঘ‌র থেকে লা‌ফিয়ে পা‌লিয়ে যায় রিপন শরীপ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply