গোপালগঞ্জে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী নিহত

|

সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার তেতুলবাড়ি গ্রামে এ
ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও ৩ জন নারীসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল হক বলেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শাহিদ মোল্লা ও কাওসার মোল্লার মধ্যে বোরো ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা হয়। এরই জেড়ে রাত ৮টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয়পক্ষের কয়েকজন গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষনা করেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply