ঈদের আগে খুলনায় আগুনে পুড়লো ব্যবসায়ীদের ৪৪টি অস্থায়ী দোকান

|

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে আগুনে পুড়ে গেছে ৪৪টি অস্থায়ী দোকান। ফায়ার সার্ভিসের প্রায় ৪০ মিনিট চেষ্টায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার (১৯ মার্চ) ভোরে এ আগুনের ঘটনা ঘটে।  

ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ছোট ছোট সাইজের ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এই দোকানগুলোতে ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগে। এতে সম্পূর্ণ দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান। তবে আগুনের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply