ময়মনসিংহে গ্রেফতার আরসা সদস্যদের বিরুদ্ধে র‍্যাবের ২ মামলা

|

ময়মনসিংহ করেসপনডেন্ট:

ময়মনসিংহে গ্রেফতার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যসহ ১০ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে। মামলায় ৩০ লাখ টাকা ১২ ভরি স্বর্ণালংকার জব্দ দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১১ এর সুবেদার হারুন অর রশিদ কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করেন বলে জানিয়েছে পুলিশ।

আরসার যে ৪ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা হলেন– আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোছা. শাহিনা (২২) ও আরেক নারী।

এর আগে, গত রোববার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহের নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে এই ৪ জনকে আটক করা হয়।

পরদিন সোমবার (১৭ মার্চ) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লি থেকে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ আরও কয়েকজনকে আটক করে র‍্যাব। যাদের বিরুদ্ধে সিদ্দিরগঞ্জ থানায় দুটি মামলা হয়।

সিদ্দিরগঞ্জের মামলায় পরদিন মঙ্গলবার (১৮ মার্চ) জুনুনিসহ ছয়জনকে ১০ দিন করে রিমান্ডে নেয়া হয়। ওই ছয়জনের মধ্যে আসমত উল্লাহ ও মো. হাসানও রয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply