আগামী ভোটে মুজিববাদী রাজনীতির জায়গা হবে না: নাহিদ ইসলাম

|

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট জনগণ মুজিববাদ ও ফ্যাসিস্টকে বিদায় জানিয়েছে। আগামীর নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো জায়গা হবে না। বিচারের আগে এটির প্রশ্নই উঠে না। এ বিষয়ে সকল রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছাবে বলে আশা করছি।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অনৈক্য থাকলে অরাজনৈতিক শক্তি সুযোগ নেয়। ফ্যাসিবাদের দোসররা এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে। আমলাতন্ত্র, মাফিয়া ও বিদেশী ষড়যন্ত্রকারী পরাশক্তি রয়েছে। বিগত সরকার দীর্ঘদিন দেশকে নতজানু পরাষ্ট্রনীতির মধ্যে রাখার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধরে রাখতে হবে। দলগুলোর মধ্যে মোট বিরোধ থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দেশে অন্তভূক্তিমূলক নির্বাচনের জন্য দেশে অনেক দল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply