দেশের সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা

|

আজ বেদনাময় ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। একাত্তরে বিজয়ের ঠিক আগে, জাতির মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা। সেসব সূর্যসন্তানদের স্মরণ করা হচ্ছে বিনম্র শ্রদ্ধায়।

মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, শহীদ পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন; শোনেন তাদের স্মৃতি কথা।

আওয়ামী লীগের পক্ষ থেকেও দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানান, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর বিশেষ দূত, মন্ত্রীরা। এসময় তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। এরআগে শহীদ পরিবারের স্বজনরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর, শ্রদ্ধা জানাতে আসে সাধারণ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply