কিছু ক্ষেত্রে অযৌক্তিক কর বৈষম্য সৃষ্টি করছে: এনবিআর চেয়ারম্যান

|

ফাইল ছবি।

কাস্টমসসহ কিছু ক্ষেত্রে বিদ্যমান অযৌক্তিক কর বৈষম্য সৃষ্টি করছে। সকলকে করের আওতায় আনতে পারলে এই বৈষম্য দূর হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে এনবিআর ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পোশাক খাতের জন্য বিশেষ কর হার থাকা উচিত নয়। বিষয়টি নিয়ে এই খাতের ব্যবসায়ীদের ঐক্যমত হওয়া দরকার। এ সময় অভিন্ন করের হার বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আইনি জটিলতায় যেসব ক্ষেত্রে অতিরিক্ত কর নেয়া হচ্ছে তা সমন্বয়ে আগামী বাজেটে দিক নির্দেশনা থাকবে। বিভিন্ন খাতে কর রেয়াত দেয়ার সংস্কৃতি থেকেও আমাদের বের হয়ে আসতে হবে।

এ সময় কর্পোরেট কর হার ২ দশমিক ৫ শতাংশ কমানোর দাবি জানায় বাংলাদেশ চেয়ারম্যান অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। সেই সাথে শ্রমিক কল্যাণসহ বিভিন্ন ফান্ডের ওপর কর আরোপ না করার দাবিও জানানো হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply