১৯৬ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

|

যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৯৬ জন উপসচিব। নতুন পদোন্নতিপ্রাপ্তদের নিয়ে এখন যুগ্মসচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭ জন।

বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এবার ২৪তম ব্যাচের কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়েছে। পাশাপাশি আগে বাদ পড়া কয়েকজনও পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২১ জন জেলা প্রশাসক রয়েছেন।

পদোন্নতির পর তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে জেলা প্রশাসক এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিবের দায়িত্বে থাকা ২৪তম ব্যাচের বেশিরভাগ কর্মকর্তাকে এবার পদোন্নতি দেয়া হয়নি।

সরকারি বিধিমালা অনুযায়ী, যুগ্মসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ ও অন্যান্য ক্যাডারের ৩০ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। আদেশে উল্লেখিত কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট দফতরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরবর্তীকালে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে তার পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply