আইপিএল: বলে লালা মেশানোর অনুমতিসহ দ্বিতীয় ইনিংসে আসছে দুটি বল ব্যবহারের আইন

|

২০২০ সালের মে মাসে কোভিড মহামারি চলাকালে প্রথমবার বল মসৃণ করতে লালা ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়। সেসময় বল উজ্জ্বল করতে বোলারদের ঘাম ব্যবহার করতে বলা হয়েছিল। পরে ২০২২ সালের সেপ্টেম্বরে তা স্থায়ী করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা— আইসিসি। তবে এবার সেই সিদ্ধান্তে ঘটতে যাচ্ছে পরিবর্তন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বোলাররা বলে লালা ব্যবহারের অনুমতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বাইয়ে বিসিসিআই সদর দফতরে টুর্নামেন্টের সিদ্ধান্ত প্রণেতাদের সঙ্গে আলাপের পর ফ্র্যাঞ্চাইজি অধিনায়কদের বেশিরভাগই বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে বললে এই নিয়মের ইতি ঘটে।

নতুন আরও একটি নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় বোর্ড। রাতের ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় ইনিংসে শিশির বড় একটা প্রভাব রাখে। ফলে বেশিরভাগ অধিনায়কই টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন, যাতে করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাড়তি সুবিধা পান। এক্ষেত্রে ভারসাম্য আনতে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে থাকা দলকে দুটি বল ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়। দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর ফিল্ডিং দলের অধিনায়কের কাছে দ্বিতীয় বল বুঝিয়ে দেয়া হবে বলেও জানানো হয় বৈঠকে।

সম্প্রতি ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি আইসিসিকে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পর তিনি বলেন, আমরা চেষ্টা করছি (রিভার্স সুইং পেতে)। কিন্তু বলে লালা ব্যবহারের অনুমতি নেই। আমরা আবেদন করেই যাচ্ছি যেন আমরা বলে লালা ব্যবহারের অনুমতি পাই। তাতে করে ম্যাচে রিভার্স সুইং পাবো এবং সেটা হবে দারুণ ব্যাপার।

উল্লেখ্য, আইপিএলের অষ্টাদশতম আসর মাঠে গড়াবে আগামী ২২ এপ্রিল। কলকাতার ইডেন গার্ডেনে স্বাগতিক দলের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতের ১৩টি শহরে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply