ইউক্রেনের প্রতি সমর্থন জোরদারের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া ক্যালাস।বৃহস্পতিবার (২০ মার্চ) ইইউ নেতাদের প্রতি এই আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে ক্যালাস বলেন, ইউক্রেনকে আর্টিলারি শেল সরবরাহের জন্য ৫ বিলিয়ন ইউরো অনুদান দেয়া হবে। এই সাহায্যের উদ্দেশ্য হলো, শান্তি আলোচনায় ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করা। তার এই আহ্বান এমন এক সময়ে এসেছে, যখন ইইউ’র নিজস্ব সামরিক সক্ষমতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে চলছে মতপার্থক্য।
কায়া ক্যালাসের প্রস্তাবের মূল বিষয়গুলো:
১. ইউক্রেনকে আর্টিলারি শেল সরবরাহ: প্রস্তাবিত ৫ বিলিয়ন ইউরো ইউক্রেনকে আর্টিলারি শেল সরবরাহের জন্য ব্যয় করা হবে, যা চলমান সংঘাতের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্টিলারি সক্ষমতা এই যুদ্ধে একটি মুখ্য ভূমিকা পালন করছে, এবং ইউক্রেন আরও গোলাবারুদ সরবরাহের অনুরোধ জানিয়েছে।
২. শান্তি আলোচনায় ইউক্রেনের অবস্থান শক্তিশালীকরণ: ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ইইউ চায় যে, ভবিষ্যতের কোনো শান্তি আলোচনায় ইউক্রেন শক্ত অবস্থান থেকে আলোচনায় বসতে পারে। এই সমর্থন সংঘাতের একটি স্থায়ী ও অনুকূল সমাধান অর্জনের জন্য অপরিহার্য বলে বিবেচিত হচ্ছে।
৩. ইইউর অভ্যন্তরে মতপার্থক্য: ইইউ সদস্য দেশগুলোর মধ্যে কিছু দেশ ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা বাড়ানোর পক্ষে থাকলেও অন্যরা ইইউ’র সদস্য দেশগুলো নিজস্ব প্রতিরক্ষা খাতের উন্নয়নের দিকে বেশি জোর দিচ্ছে।
উল্লেখ্য, ইউক্রেনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইইউ এবং তার মিত্ররা ইউক্রেনকে সামরিক, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করে আসছে। তবে, যুদ্ধের দীর্ঘস্থায়ী হওয়ায় এবং ইউক্রেনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ইইউ’র সমর্থন আরও জোরদার করার আহ্বান জানানো হচ্ছে। কায়া ক্যালাসের এই প্রস্তাব ইইউ নেতাদের মধ্যে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে, যা ইউক্রেনের পক্ষে দাঁড়ানোর পাশাপাশি ইইউ’র নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকেও সামনে আনছে।
এই প্রস্তাবের পরবর্তী পদক্ষেপ এবং ইইউ নেতাদের সিদ্ধান্ত ইউক্রেন সংকটের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে বিশ্লেষকরা।
/এআই
Leave a reply