বিচারের আগে আ. লীগের রাজনীতি করার সুযোগ নেই: মামুনুল হক

|

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে আবার অভ্যুত্থানের সৃষ্টি হবে। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মামুনুল হক।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এই বিক্ষোভ থেকে বিশ্ব সম্প্রদায়ের প্রতি গাজায় হামলা, হত্যাকাণ্ড বন্ধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। একই সাথে বিশ্ব মুসলিম সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মামুনুল হক।

হেফাজতের এই নেতা বলেন, বিচারের আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম নিতে চায় না দেশের মানুষ। আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দেশের জনগণের রক্তের ওপর দিয়ে যেতে হবে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply