আন্দোলনে সক্রিয় আওয়ামী কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে: সারজিস

|

আন্দোলনের সময় হত্যাযজ্ঞে যারা সক্রিয় ছিল সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। শনিবার (২২ মার্চ) সকালে তিনি এ কথা জানান।

সারজিস বলেন, তারা কেউ নিরপরাধ নয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

যমুনা টিভিকে সারজিস বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে স্বক্রিয় হতে হবে। কেউ যেন আওয়ামী লীগের পক্ষে সুপারিশ না করে।

DW কে দেয়া সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সাক্ষাৎকার প্রসঙ্গে নাগরিক পার্টির এই নেতা বলেন, হাসিনা সরকারের প্রতিমন্ত্রী আরাফাতসহ কয়েকজন মন্ত্রীর প্রত্যক্ষ প্ররোচনায় সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নেয়া হয়েছিল। ইন্টারনেট বন্ধেও তার প্ররোচনা ছিল। এখনও তাদের গ্রেফতার করতে না পারা অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা বলেও মন্তব্য করেন সারজিস।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি সাধ্যমত এগিয়ে আসে তাহলেই গণহত্যাকারী দল আওয়ামী লীগের বিচার করা সম্ভব।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply