সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
সেনাবাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার (২৩ মার্চ) বিকেলে নাটোরের হালসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাবাহিনীকে মানুষের আশা ভরসার জায়গা উল্লেখ করে বলেন, ৫ আগস্টের পর সংকটময় মুহূর্তে সেনাবাহিনী দেশের হাল ধরেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অন্যায়-অবিচার ও চাঁদাবাজি বন্ধে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা পালন করছে।
যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে তারা আরেকটি ১/১১ আনতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি’র এ নেতা।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার।
/এএইচএম
Leave a reply