আমজাদ হোসেন আর নেই

|

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর নেই। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শুক্রবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

গত ১৮ নভেম্বর নিজ বাসভবনে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে আমজাদ হোসেনকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় ইমপালস হাসপাতালে। এই হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার খরচ বাবদ ২২ লাখ টাকা তার পরিবারকে সহায়তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২৯ নভেম্বর তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়।

আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি বলেন, বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি হ’ল। স্বীয় কর্মের মাধ্যমে তিনি মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply