বরগুনায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি

|

স্টাফ করেসপনডেন্ট, বরগুনা:

সড়কে গাছ ফেলে ঢাকা থেকে বরগুনাগামী ইমরান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) দিবাগত রাতে বরগুনার বেতাগী উপজেলার চান্দুখালী গলাচিপা নামক এলাকার ঢাকা-বরগুনা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

এসময় প্রায় ১৫ যাত্রীর মোবাইল ফোনসহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাত সদস্যরা। একই সময়ে লাবিবা পরিবহন নামে আরেকটি বাসে হামলা ও ছোট বড় ৪ টি ট্রাকের গতিরোধ করে ডাকাতির চেষ্টাও করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে যাত্রীসহ ঢাকা থেকে ইমরান পরিবহনের বাসটি বরগুনার উদ্দেশ্যে রওনা হয়। পরে বেতাগী উপজেলার গলাচিপা নামক এলাকায় যাত্রী নামিয়ে চান্দখালী পৌঁছালে সামনে কয়েকটি ট্রাক দাঁড়ানো অবস্থায় দেখেন চালক। এসময় গাড়ির গতি কমানোর সাথে সাথেই সড়কের পাশ থেকে কয়েকজন ডাকাতদল চালকের গলায় অস্ত্র ঠেকিয়ে গাড়ির ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামালসহ মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দ্রুত পালিয়ে যায় ডাকাত সদস্যরা। এ ঘটনায় বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অপরদিকে, সড়কে নিরাপত্তার দাবি জানিয়েছেন যাত্রীরা। 

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। যাত্রীদের নিরাপত্তায় সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ডাকাত সদস্যদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি। এসময় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও উল্লেখ করেন ওসি মনিরুজ্জামান ।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply