প্রেসক্লাবের সামনে পুলিশের ওপর গার্মেন্টস শ্রমিকদের হামলা

|

বকেয়া বেতনের দাবিতে শ্রম অধিদপ্তর অবরোধ করতে এসে পুলিশের ওপর হামলা চালিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। এ সময় পুলিশের একটি বাস ভাঙচুর করে শ্রমিকরা। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে পল্টন মোড় থেকে এনজেডএফ গার্মেন্টসের কয়েক শ শ্রমিক মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদপ্তরের ভবন ঘেরাও করতে আসে। পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা আবার একত্র হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। সেসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অপরদিকে, শ্রমিকদের হামলায় পুলিশের একজন কনস্টেবল আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply