ঈদের ছুটি শুরুর আগেই নাগরিকদের মধ্যে ছুটির আমেজ শুরু হয়ে গেছে। স্বজনদের সাথে ঈদ করতে সড়ক পথে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন অনেকে।
আজ বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে ছুটির দিনে ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন যাত্রীরা। তাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে একের পর এক ট্রেন ভিড়ছে।
যাত্রীদের ভাষ্য বলছেন, স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে ট্রেনে টিকিট করেছেন তারা। অন্যদিকে, কমলাপুর রেলস্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে ৬৯টি ট্রেন। ঈদ যাত্রায় যাত্রীচাপ সামাল দিতে যুক্ত হয়েছে ৫ জোড়া বিশেষ ট্রেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ মুহূর্তের সরকারি-বেসরকারি অফিস ছুটি ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ আরও বাড়বে। সে লক্ষ্যে বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে। ঈদযাত্রায় ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের গেটে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে আসতে থাকেন যাত্রীরা। তবে গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ তুলনামূলক কম।
যাত্রীরা জানান, ঈদের এখনও বেশ কয়েকদিন বাকি। ঈদ উপলক্ষ্যে এবার সরকারি ৯ দিনের ছুটি পাচ্ছে। তবে যারা বৃহস্পতিবার ছুটি পাননি তারা স্বজনদের আগেভাগে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। তবে শুক্রবার থেকে যাত্রীর চাপ বাড়বে বলে আশা বাস মালিকদের।
এদিকে, ঈদযাত্রা ঘিরে বাস টার্মিনালগুলোতে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রীদের যোগাযোগ নির্বিঘ্ন করতে মহাখালী টার্মিনালে বিআরটিএর পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযানও পরিচালনা করা হয়।
উল্লেখ্য, এবার ঈদের আগে শেষ কর্মদিবস আগামীকাল বৃহস্পতিবার। তার আগেরদিন সরকারি ছুটি থাকায় অনেকে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন। এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
/এমএন
Leave a reply