তুরস্কে চলমান সরকারবিরোধী বিক্ষোভ, আটক দেড় হাজার

|

ব্যাপক ধরপাকড়ের পরও থামানো যাচ্ছে না তুরস্কের সরকারবিরোধী বিক্ষোভ। টানা সপ্তম দিনের মতো মঙ্গলবারও (২৫ মার্চ) রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ করেছে হাজার মানুষ।

আজ বুধবার (২৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে– এই সাত দিনে বিক্ষোভরত শিক্ষার্থী, সাংবাদিক ও আইনজীবীসহ ১ হাজার ৪শ’রও বেশি আটক হয়েছে।

এদিন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জলকামান ও টিয়ারগ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে নিরাপত্তা বাহিনী।

এদিকে, বিক্ষোভকারীদের প্রতি আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বিরোধীদের দলের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি।

উল্লেখ্য, ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরেই বিক্ষোভে উত্তাল তুরস্ক। গত বছরের মার্চে এরদোগানের দলকে পরাজিত করে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছিলেন রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) এই নেতা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply