পাবনা প্রতিনিধি:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে নথিভুক্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের বাছাই করে অবিলম্বে গ্রেফতারের দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংঠন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তারা এ দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার তার বক্তব্যে ‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন’ উল্লেখ করে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলায় অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু করে অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধাদের কয়েকজন।
/এমএইচআর
Leave a reply