ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু

|

ভারতের কর্নাটকের একটি মন্দিরের প্রসাদ খেয়ে ১১জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি রয়েছেন আরও ৮২জন। খবর এনডিটিভি’র। শুক্রবার কর্নাটকের চমরজগড়ের সুলাওয়াড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, শুক্রবার মূর্তি নির্মাণ অনুষ্ঠানের পর প্রসাদ বিতরণ চলছিল। প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মন্দিরের ভক্তরা।

দ্রুত তাদের উদ্ধার করে হাসাপাতালে নেয়ার পথে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাদের ধারণা, প্রসাদের সঙ্গে বিষ মিশে যেতে পারে।

ওই প্রসাদ খেয়ে ৬৩টি কাকেরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়। মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ছয় লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply