পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৬ সেনা নিহত

|

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আধা-সামরিক বাহিনীর একটি গাড়ি বহরে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বন্দুকধারীদের হামলায় ছয় জওয়ান নিহত হয়েছে।

পার্বত্য কেচ জেলায় শুক্রবার আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর সদস্যদের নিয়মিত টহলের সময়, তাদের ওপর এ হামলা হয়। খবর দ্যা ডনের।

বেলুচিস্তানের তথ্যমন্ত্রী জহুর বুলেদি বলেন, বন্দুকধারীদের হামলায় ফ্রন্টিয়ারের কোরের ছয় সদস্য নিহত ও অপর ১৪ জন আহত হয়েছেন। এ ঘটনার পরই বন্দুকধারীদের খোঁজে কেচ জেলায় চিরুণি তল্লাশি শুরু হয়েছে।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) শুক্রবারের হামলার দায়িত্ব স্বীকার করেছে। এক মাসেরও কম সময় আগে বিএলএ’র বন্দুকধারীরা করাচির চীনা কনস্যুলেটে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply