ঈদযাত্রায় মাওয়ায় মোটরসাইকেলের ঢল, চাপ নিরসনে অস্থায়ী টোল বুথ স্থাপন

|

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

ঈদ যাত্রায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ছুটছে গ্রামের পথে। শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে ঢাকা-মাওয়া মহাসড়ক ও পদ্মা সেতু এলাকায় যানবাহন ও যাত্রীদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। এদিকে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় দেখা দিয়েছে যানবাহনের ঢল। বিশেষ করে তৈরি হয়েছে মোটরসাইকেলের দীর্ঘ সারি। চাপ সামলাতে স্থাপন করা হয়েছে অস্থায়ী টোল আদায়ের বুথ। স্থায়ী বুথের মতোই এই বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে সকাল ৮টায় দেখা যায়, টোল প্লাজার অভিমুখে বিভিন্ন যানবাহনের উপচেপড়া ভিড়। সবচেয়ে বেশি মোটরসাইকেল। টোল প্লাজায় এবারও একটি লাইনে মোটরসাইকেল পারাপার ও বাকি বুথগুলোতে অন্যান্য ব্যক্তিগত, গণপরিবহন অথবা পণ্যবাহী পরিবহনের টোল আদায় হচ্ছে। তবে চাপ বাড়ায় মোটরসাইকেলের জন্য বাড়ানো হয়েছে টোল বুথ। দুটি অস্থায়ী ও একটি স্থায়ীসহ মোট তিনটি মোটরসাইকেলের টোল বুথে প্রতি মিনিটে ৩৫-৪০টি মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে।

সাতক্ষীরাগামী আমির হোসেন জানান, অন্যান্য যানবাহনের চাপের পাশাপাশি ভাড়া বেশি ও সময় বেশি লাগে, তাই মোটরসাইকেলে করে বাড়ির পথে ছুটছেন।

মোহাম্মদ ফয়সাল নামের আরেক যাত্রী জানান, ভোর রাতে সেহরি খেয়ে রওনা হয়েছেন, যেন তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। ঢাকা থেকে আসার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের চাপ পাননি। তবে টোল প্লাজায় পৌঁছে কিছুটা যানজট পেয়েছেন।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ পড়েছে, বিশেষ করে মোটরসাইকেলের চাপ বেশি দেখা যাচ্ছে। ঘরমুখো মানুষের ভোগান্তি নিরসনে অস্থায়ীভাবে একটি টোল বুথ স্থাপন করা হয়েছে, যাতে যত দ্রুত সম্ভব টোল আদায় করে মোটরসাইকেল পারাপার করা যায়।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply