সিলেট ওসমানী বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণ জব্দ

|

সিলেট ব্যুরো:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে ৫২টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ; যার ওজন ৬ কেজি ৩২ গ্রাম। এর সাথে কাউকে আটক করতে পারেনি কাস্টমস কর্তৃপক্ষ।

সিলেট কাস্টমস এর সহকারী কমিশনার আহমেদুর রেজা জানান, দুবাই থেকে ছেড়ে আসা বিজি-২৪৮ বিমানটি সকাল সাড়ে ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশী চালায় কাস্টমস কর্তৃপক্ষ। এসময় সিটের উপরের লাগেজ রাখার স্থানে একটি ব্যাগ পান তারা।

সেই ব্যাগ থেকেই ৫২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়; যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের দাম ২ কোটি টাকারও বেশি জানান এই কর্মকর্তা। স্বর্ণের মালিক খুজে বের করতে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply